ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
বান্দরবানে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

বান্দরবান: বান্দরবানে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালাঘাটার ফেন্সিঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাঘাটার ফেন্সিঘোনার বাসিন্দা জাহেদ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৬) ও তার প্রতিবন্ধী মেয়ে আয়েশা বেগম (৬)।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কালাঘাটার ফেন্সিঘোনা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক মা মেয়েকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।