ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা

ফরিদপুর: ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. সুমন শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ এজলাসে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগস্ট স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন সুমন। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তার রায় হলো আজ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।