ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ বছরের সাজা নিয়ে ২৪ বছর পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
৭ বছরের সাজা নিয়ে ২৪ বছর পলাতক

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলার দণ্ডিত আসামিকে রায়ের ২৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ডাকাত আজগর আলী খানকে (৬০) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আজগর বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত মন্নান খানের ছেলে।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর হোসেন জানান, পটুয়াখালীর একটি আদালত ডাকাতি মামলায় আজগরকে ৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

পরিদর্শক জানান, গত ২৪ বছর ধরে পলাতক ছিলেন আজগর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।