ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভরণপোষণ দেন না পরিবার, অভিমানে বৃদ্ধের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ভরণপোষণ দেন না পরিবার, অভিমানে বৃদ্ধের আত্মহত্যা

ফরিদপুর: জেলার নগরকান্দা উপজেলায় টুকু শেখ (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত জলিল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, টুকু শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। কিন্তু দরিদ্রতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। পরিবারের লোকজনও তার ভরণপোষণ দেন না। তাই, অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।