ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় ‘পাগলি’ মা হলেও বাবা হয়নি কেউ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বরগুনায় ‘পাগলি’ মা হলেও বাবা হয়নি কেউ!

রগুনা: বরগুনায় আমেনা নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মা হয়েছেন। কিন্তু সন্তানের বাবার পরিচয় শনাক্ত হয়নি।

এ বিষয়ে বরগুনা মাছ বাজারের এক পাইকারি ব‍্যবসায়ীকে সন্দেহ করা হচ্ছে।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে বরগুনা সদর উপজেলার কোরক এলাকায় নিজ বাড়িতে ছেলেসন্তান জন্ম দেন ওই নারী।  

পরে অসুস্থ অবস্থায় মা ও নবজাতককে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

তারা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর বাইরে নামতে গেলে আছাড় খেয়ে পড়ে যান আমেনা। এরপর সন্তান ভূমিষ্ট হয় তার। পরে মা ও নবজাতকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তারা দুজনেই এখন সুস্থ ও ভালো আছেন।

এদিকে খবর পেয়ে স্থানীয়দের অনেকেই মা ও সদ্যজাত শিশুকে দেখতে হাসপাতালে যান।  

বুদ্ধি প্রতিবন্ধী মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। এসময় তিনি মা ও নবজাতকের চিকিৎসার খোঁজখবর নেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের উপহারসামগ্রী দেন।  

এছাড়াও সন্তানের পিতা চিহ্নিত করতে ও আইনী সহয়তা পেতে সব রকমের সহযোগিতা পেতে ভুক্তভোগী অসহায় মেয়েটিকে আশ্বাস দেন।  

জানা গেছে, কিশোরী ভারসাম্যহীন মেয়েটির মা পেশায় দিনমজুর, বাবা বেঁচে নাই।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এফআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।