ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে মমতাজ হত্যাকাণ্ডে মূলহোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ধামরাইয়ে মমতাজ হত্যাকাণ্ডে মূলহোতা আটক

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে হত্যাকাণ্ডের প্রায় একমাস পর অভিযুক্ত শরিফকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নবীনগর র‌্যাব ক্যাম্পে প্রেসব্রিফিং করে এই তথ্য জানায় র‌্যাব।

এর আগে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শরিফকে ঢাকার কালশি থেকে আটক করা হয়।

আটক শরিফ কুমিল্লার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁচকিস্তা গ্রামের বাসিন্দা।

নিহত মমতাজ একই থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। আশুলিয়া কাঠগড়ায় একই পোশাক কারখানায় তারা দুইজন চাকরি করতো। শরিফ কর্মকর্তা হিসেবে ও মমতাজ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, শরিফ ও নিহত মমতাজ সম্পর্কে বেয়াই-বেয়াইন। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মমতাজ বিয়ে করার জন্য শরিফ চাপ দিয়ে আসছিল। এছাড়া মমতাজ তার পাওনা টাকার জন্য শরিফের সঙ্গে মনোমানিল্য চলছিল। ক্ষোভ থেকে পরিকল্পনা করে বেড়াতে নিয়ে ৮ জানুয়ারি ধামরাইয়ের ভুট্টাক্ষেতে শ্বাসরোধ করে হত্যা করে মমতাজকে। এরপর ঢাকা, সিলেট, গাজীরপুরসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল শরিফ। আটক শরিফকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ধামরাইয়ের কেলিয়ায় ভুট্টাক্ষেতে অজ্ঞাত হিসেবে মমতাজের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

বাংলাদেশ সময়:  ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।