ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরস্কে উদ্ধার কাজে ফেনী ফায়ার সার্ভিসের জাকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
তুরস্কে উদ্ধার কাজে ফেনী ফায়ার সার্ভিসের জাকের

ফেনী: তুরস্কে ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জনের একটি দল।  

গত ৮ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন ফায়ার সার্ভিসের চৌকস দলটি।

 

১২ জনের এ উদ্ধারকারী দলে ফেনী থেকে অংশ নিয়েছেন ফেনী ফায়ার সার্ভিস অ্যন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন। দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনুমনি শর্মা।  

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অনেক প্রাণহানি ঘটে। বিভিন্ন এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। উদ্ধার কাজে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দলকে তুরস্কে পাঠান।  

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে ফায়ার সার্ভিস দলকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসএইচডি /এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।