রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৩৪ হাজার ৬৫০ টাকায়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকায় যমুনা নদীতে জেলে মংলা হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।
দুপুরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ জেলে মংলা হালদারের কাছ থেকে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন।
শাজাহান শেখ বাংলানিউজকে বলেন, মাছটি আমি জেলের কাছ থেকে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে সামান্য ৫০ টাকা লাভে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ৩৪ হাজার ৬৫০ টাকায় রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে বিকেলের পরে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য অফিসার রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মাঝেই এমন বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙ্গাস, আইড়সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমজেএফ