ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বরিশালে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।

ঘটনাস্থলে থাকা মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো ‘প্রিয়া এন্টারপ্রাইজের’ একটি বাস। সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।

সার্জেন্ট সুমন জানান, আটিপাড়া এলাকায় পৌঁছুলে সাকুরা পরিবহন অজ্ঞাত একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোয়। তখন বিপরীত দিক থেকে এসে পড়ে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি। এসময় সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশের সঙ্গে সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে প্রিয়া এন্টারপ্রাইজের বাস‌টি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চরমোনাই মাহফিলগামী মুসুল্লির মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সার্জেন্ট সুমন আরও জানান, দুর্ঘটনায় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি দুমড়েমুচড়ে গেছে। সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। সাকুরা বাস আটক করা হয়েছে। সুগন্ধ পরিবহনের বাস উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।