ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ: ফাইল ফটো

ঢাকা: জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে এ আহ্বান জানান।

৩ দিনের সফরে বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা। এর জন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার কথা বলেন রাষ্ট্রপতি।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।

সংসদ সদস্য  মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমইউএম/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।