ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় যুবক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত কুমার অধিকারী সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের চাপায় তিনি পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অমিতের মৃত্যু হয়।

নিহত অমিত কুমারের স্বজন সুকুমার ঢালী জানান, অমিত ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামে একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ কাজের উদ্দেশে তিনি বের হলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।