নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।
পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা-২ আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতে নিজ দলের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকারকে হত্যা মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য হাজির করা হয়। সাক্ষ্য দেবেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাব্বির আলম খন্দকারের ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
এ সময় আদালতে এ মামলার আরো দুই আসামি নাজির হোসেন ও মোক্তার হোসেনকেও আদালতে হাজির করা হয়।
এর আগে জাকির খানকে আদালতে আনা হবে বলে সকাল থেকেই আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের। একদিন আগেই সাক্ষ্যগ্রহণে উপস্থিত করার জন্য নারায়ণগঞ্জ কারাগারে এনে রাখা হয় জাকির খানকে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ব্যবসায়ী সাব্বির হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল আজ। তাই তাকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে। এস ময় জাকির খানের পাশাপাশি অন্য দুই আসামি নাজির হোসেন ও মোক্তার হোসেনকেও আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ