ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগলে শিম গাছ খাওয়ায় মারামারি, ৩ মাসের শিশু খুন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ছাগলে শিম গাছ খাওয়ায় মারামারি, ৩ মাসের শিশু খুন!

ময়মনসিংহ: ছাগলে শিম গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ইশরাক হোসেন নামে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এ ঘটনায় অভিযুক্ত রোজিনা খাতুনকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত আসামি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়।  

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এসব তথ‍্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার বাঘবেড় ইউনিয়নের সামান্তখিলা গ্রামে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুনের সঙ্গে মারামারি হয় প্রতিবেশি রোজিনা খাতুনের।

এ সময় রোজিনা খাতুন বাশের লাঠি দিয়ে জায়েদাকে আঘাত করলে তার কোলে থাকা তিন মাসের শিশু ইশরাক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।  

ওসি টিপু সুলতান আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত অনুতপ্ত। তাই তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।