ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মূলত নতুন সাম্রাজ্যবাদ গড়ার মহাপরিকল্পনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মূলত নতুন সাম্রাজ্যবাদ গড়ার মহাপরিকল্পনা 

দিনাজপুর: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আসলে নতুনভাবে সাম্রাজ্যবাদ গড়ে তোলারই এক মহাপরিকল্পনা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শ্মশান মন্দিরে শ্রী রাম কৃষ্ণ আশ্রম ভবনের ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় নৌ প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি মানবিকতাটা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, গুজব, কুকর্ম থেকে মানুষকে দূরে রাখতে পারি, তাহলে ভগবান রাম শ্রী কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যাবে। স্বামী বিবেকানন্দ যে চলার পথ ও ক্ষেত্র তৈরি করেছিলেন সেটা আমরাও করতে পারব।

আশ্রমের সভাপতি সুবোধ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, দিনাজপুর রাম কৃষ্ণ মট ও মিশনের মহারাজ সমানন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলমসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।