ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ইজিবাইক-ইটবাহি টমটমের সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন।

 

শুক্রবার (১৭ ফেরুয়ারি) সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত, বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫)কে  উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশে আসছিল অপরদিকে থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।