ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে কিশোরী অপহরণ সন্দেহে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বানিয়াচংয়ে কিশোরী অপহরণ সন্দেহে যুবক আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কিশোরীকে উদ্ধারের পর অপহরণকারী সন্দেহে বোরহান উদ্দিন (২৮) নামে যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রাম থেকে তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য জানিয়েছেন।

আটক বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের রফিক মিয়ার ছেলে।

লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের বাসিন্দা ওই মেয়েটির বয়স ১৫ বছর। গত ৬ ফেব্রুয়ারি বোরহানসহ কয়েকজন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান বলে মেয়েটির বাবা র‌্যাব-ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে অভিযোগ দিয়েছিলেন। পরে ১০ দিন উদ্ধার তৎপরতা চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত বোরহানকে আটক করা হয়। আটক বোরহানকে ভ্রাম্যাণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।