বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার দুর্গম থানচি উপজেলার গহীনে নিষিদ্ধ পপি ক্ষেতের সন্ধান পেয়ে সেগুলো পুড়িয়ে নষ্ট করেছে বিজিবি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগানগুলো নষ্ট করা হয়।
এ সময় বিজিবি সদস্যরা ৩০ একর জায়গা জুড়ে বিশাল পপি ক্ষেতের সন্ধান পান এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে গাছগুলো কেটে ও পরে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। তবে সেখান থেকে পপি চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম (পিএসসি) জানান, বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করেছেন। সেগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য,অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পাবর্ত চট্টগ্রামে শান্তি প্রতিষ্টা এবং সীমান্তে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এফআর