ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জমে উঠেছে ধানের চারার হাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফরিদপুরে জমে উঠেছে ধানের চারার হাট

ফরিদপুর: চলছে বোরো আবাদের মৌসুম। অনেক কৃষকই আবাদ শুরু করেছেন আবার অনেকে শেষ সময়ে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

এতে জমে উঠেছে ধানের চারা বিক্রির হাট।

বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। তাই চাষিদের ভরসা করতে হচ্ছে চারা বিক্রির হাটের ওপর। হাট থেকে চারা কিনে জমিতে রোপণ করছেন তারা।

ফরিদপুরের মধুখালী উপজেলায় কয়েকটি বোরো ধানের চারা বিক্রির হাট আছে। সেখান থেকে চাষিরা চারা কিনে নিয়ে জমিতে রোপণ করছেন। চারা বিক্রি হয় পোন হিসেবে। এক পোন চারার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। আর প্রতি বস্তা চারার জন্য খাজনা দিতে হয় ৪০ থেকে ৫০ টাকা।

বোরো আবাদের জন্য মধুখালী হাটে চারা কিনতে আসা মো. ইমু মাহমুদ বলেন, আমাদের যে চারা ছিল তা নষ্ট হয়ে যাওয়ায় হাট থেকে চারা কিনতে হচ্ছে। শতক জমি রোপণের জন্য চারা কিনতে আসছি।

মো. হাবিবুর রহমান বলেন, চারা কিনতে চেয়েছিলাম কিন্তু দাম বেশি থাকায় এ বছর ধানের চারা রোপণ করবো না।

চারা বিক্রেতা মো. আবির বলেন, আমার জমিতে বেশি বীজতলা তৈরি করা হয়েছিল। আমার চারা লাগানো হয়ে যাওয়ায় অতিরিক্ত চারা বিক্রি করে দিচ্ছি।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্র ছিল ১ হাজার ৫৮৫ হেক্টর। এখন পর্যন্ত বোরো আবাদ হয়েছে ১ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। চাষিদের সঠিক পরার্মশ এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে বোরো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। এ বছর উপজেলায় বোরো এবং গম অনেক ভালো ফলন হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।