ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ আখাউড়ায় মর্টার শেল বিস্ফোরণ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া এলাকার হেলিপ্যাড মাঠের উওর-পশ্চিম কর্নারে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে হেলিপ্যাড মাঠে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর থেকে এ শেলটি উদ্ধার করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এ শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।