ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মসজিদের দেয়াল ও সানশেড চাপা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
মসজিদের দেয়াল ও সানশেড চাপা পড়ে কিশোরের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে মসজিদের দেয়াল ও সানশেড ভেঙে গায়ে পড়লে নয়ন খান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলাতলা ফকিরবাড়ির পুরোনো একটি মসজিদ ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন খান উপজেলার শৈলদাহ গ্রামের প্রবাসী বিপ্লব খানের ছেলে। সে শৈলদাহ-বাকপুর মডেল বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দাদা মো. বাদশা খানের সঙ্গে পুরোনো ওই মসজিদ ভাঙতে যায় নয়ন। মো. বাদশা খান পুরোনো ভবনের সানশেডের ওপর উঠে ভাঙার কাজ করছিলেন। এসময় নয়ন ছিল নিচে। এক পর্যায়ে দেয়াল ও সানশেড ভেঙে নয়নের মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় কাননচক বাজারস্থ পল্লী চিকিৎসক মনিরুজ্জামানের কাছে নিলে তিনি নয়নকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।