ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বান্দরবানে ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবান: বান্দরবানে ইয়াবা বড়িসহ নয়ন চৌধুরী (৪৫) ও বেবি চৌধুরী (৩৫) নামে এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

নয়ন চৌধুরী বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার অরুন চৌধুরীর ছেলে ও বেবী চৌধুরী নয়ন চৌধুরীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  এপিবিএন এর সদস্যরা। এসময় ইয়াবা কারবারি নয়ন চৌধুরী ও তার স্ত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০৫টি ইয়াবা বড়ি এবং পাঁচটি মোবাইল সেট জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২১ হাজার ৫শ টাকা।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও জনগণের জান-মাল, আইন-শৃঙ্খলা রক্ষায় এপিবিএন সর্বদা সচেষ্ট রয়েছে।

আটক নয়ন চৌধুরী বান্দরবানের অন্যতম মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে ইতোপূর্বে আরও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।