ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কালীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট শিমল হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে।

নিহত শিমল একই উপজেলার কাদির ডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। আহত দু’জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই এলাকায় নির্মাণাধীন ভবনের ভবনের তৃতীয় তলায় রড নিয়ে উঠছিলেন শিমলসহ কয়েকজন শ্রমিক। এ সময় সেখানে বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে লেগে চিকিৎসক শিমলকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।