ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদোন্নতিপ্রাপ্ত ২৭ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
পদোন্নতিপ্রাপ্ত ২৭ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন মো. আব্দুছ ছালাম সরকার, এস এম বজলুর রশিদ, মো. তফিকুল আলম, মনতোষ বিশ্বাস, জোনাঈদ আফ্রাদ, মো. সাইফুল ইসলাম, দেবাশীষ কর্মকার, মমিনুল হাসান, মো. মুন্না বিশ্বাস, সাগর দিপা বিশ্বাস, মো. মাফেলা খাতুন মেমী, মো. কামরুজ্জামান, এস এম আশিকুর রহমান, মোহাম্মদ ফয়েজ উদ্দীন, উৎপল কুমার চৌধুরী, মো. হাফিজুর রহমান, ফৌজিয়া হাবিব খান, একেএম ওহিদুন্নবী, নাজিয়া ইসলাম, মো. আব্দুল হালিম, সৈয়দ ফয়ছল ইসলাম, সাদিয়া সাবরিনা চৌধুরী, একেএম ফজলুল হক, শারমিন আক্তার আশা, স্বাগতা ভট্টাচার্য্য, আল আমিন হোসেন এবং ধ্রুব জ্যোতির্ময় গোপ।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাদের পদোন্নতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।