ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিজ গ্রামেই হবে ব্যারিস্টার নাজমুল হুদার শেষ ঠিকানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নিজ গ্রামেই হবে ব্যারিস্টার নাজমুল হুদার শেষ ঠিকানা

ঢাকা: নিজ গ্রাম রাজধানীর দোহার উপজেলার শাইনপুকুর গ্রামেই শেষ ঠিকানা হবে ব্যারিস্টার নাজমুল হুদার।

নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, রাতে মরদেহ ধানমন্ডি বাসভবনে রাখা হবে।

সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে হবে জানাজা।

সেখান থেকে নাজমুল হুদা শেষবারের জন্য ফিরবেন নিজ এলাকা দোহারে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাকে দাফন করা হবে।

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।