ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
কেরানীগঞ্জে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু 

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে বাসধাক্কায় মোটরসাইকেল আরোহী ইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. জসিম উদ্দিন জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ তেঘরিয়া নতুন রাস্তা মোড়ে ফ্লাইওভার ব্রিজের উপরে একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রেলিংয়ের উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজের নিচে পড়ে যান ইদুল ইসলাম। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা।

নিহতের ভগ্নীপতি মো. ওমর ফারুক সোহাগ জানান, নারায়ণগঞ্জের পাগলা মধ্য রসূলপুর এলাকার একমেয়ে ও স্ত্রীসহ পরিবার নিয়ে থাকেন ইদুল। পাগলা বাজারে তার কসমেটিস ব্যবসা রয়েছে। মার্কেট বন্ধ থাকায় নতুন কেনা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। দুপুরে পথচারীদের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি হাসাড়া হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।