ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে হেরোইনসহ নারী গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ফেব্রুয়ারি ২০, ২০২৩
শাহজাহানপুরে হেরোইনসহ নারী গ্রেফতার  জব্দ হওয়া হেরোইন

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতার নারীর নাম মোছা. সাজেমা বেগম।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজাহানপুর থানার মালিবাগে বাটা শো-রুমের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাজেমা বেগমের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসজেএ /জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ