ফেনী: ফেনীর সোনাগাজীতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় তাদের ১০ কর্মী আহত হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পায়ে হেঁটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছিলেন। সোনাগাজী-ফেনী সড়কের মাহবুব চেয়ারম্যানের বাড়ির দরজায় গেলে ছাত্রলীগ নেতা শেখ মিরাজ উদ্দিন ও তানভীরের নেতৃত্বে ৪০-৫০জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ফুলের তোড়া ভাঙচুর করে।
হামলায় মাস্টার আহছান উল্যাহ, মো. সুজন, মো. মিস্টার, সাইফুল ইসলাম, মো. রিপন, আবু তৈয়ব, কামরুল ইসলাম, মো. শাকিল, আবুল কাসেম মিয়াজি, মো. রাকিব উদ্দিন। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা এড়াতে তার নেতৃত্বে দুই শতাধিক নেতকর্মী নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার শিকার হন। ফুলের তোড়াটি ভাঙচুর করায় শহীদ বেধিতে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হয়নি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, দু'পক্ষের মধ্যে হাতাহাতির খবর শুনে তাৎক্ষণিক পুলিশ গিয়ে নির্বৃত্ত করেছে। বড় ধরনের কোনো আপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মিরাজ উদ্দিন বলেন, তারা শহীদ বেধিতে ফুল দিয়ে মিছিল নিয়ে ফিরছিল। পথে বিএনপির নেতাকর্মীরা যাওয়ার সময় পেছন থেকে কুটূক্তি করলে কয়েকজন কর্মীর সঙ্গে হাতাহাতি হয়। তিনিসহ উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনা নির্বৃত্ত করে দেন। হামলার ঘটনা সত্য নয়।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমিতো এ ধরনের কোনো ঘটনা শুনিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এসএইচডি/এসএ