ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
হবিগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে জেল-জরিমানা দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার আলী উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের রজব আলীর ছেলে ও গ্যানিংগঞ্জ বাজারে রুমেনা এন্টারপ্রাইজের মালিক।

ইউএনও পদ্মাসন সিংহ বাংলানিউজকে বলেন, আনোয়ার আলী সিনজেনটা কোম্পানির কীটনাশকের মোড়কে ভেজাল কীটনাশক বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালতে হাতেনাতে আটকের পর তাকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।