সাভার (ঢাকা): শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে সাভারে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি।
এ লক্ষ্যে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় এলাকা সাজানো হয়েছে নতুর রূপে। আর নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, শনিবারের সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ সমাবর্তনে অংশ নিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া বক্তৃতা দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে তিনটি ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেবেন রাষ্ট্রপতি।
জানা গেছে, এবারের সমাবর্তনে মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের তিন হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রির ৩৪ জন এবং পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএফ/এমএমজেড