ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

জামালপুর: নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারা দেশের ন্যায় জামালপুরেও এ কর্মসূচি পালন করে তারা।

এ উপলক্ষে দয়াময়ী মোড় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড় হয়ে পুনরায় দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে দয়াময়ী মোড়ে উপস্থিত নেতাদেরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক।

এ সময় মশাল মিছিলে অংশগ্রহণ করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেন বণিক, সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সকল নেতারা।

এ সময় বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। নির্বাচন প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, সমতল আধিবাসীদের ভূমি কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়:১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।