ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে তুলার গুদামে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
টঙ্গীতে তুলার গুদামে আগুন 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গীর মিলগেট এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে আগুন পাশের আরেকটি ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।  

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১২১২ ফেব্রুয়ারি ২৫, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ