ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩২ ছিনতাইকারী আটক

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
রাজধানীতে ৩২ ছিনতাইকারী আটক

ঢাকা: ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৩২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।