ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দেবীপুর ও বিকেলে কসকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার মো. আবু বক্কর ছিদ্দিক (২২) ও ভোলার মো. ইয়ামিন।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, বিকেল ৫টার দিকে চট্টগ্রামগামী একটি পিকআপ ফেনীর কসকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে- এসময় উল্টে যাওয়া পিকআপের পেছন থাকা আবু বক্কর ছিদ্দিক নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। চালক-হেলপার পলাতক রয়েছে।

এদিকে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল হোসেন জানান, দুপুরে চট্টগ্রামগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দেবীপুর সুলতানিয়া মাদ্রাসার সামনে একটি গাছে ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইয়ামিন নামের এক জনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আহত পিকআপের চালক রাশেদ তালুকদারকে (২৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএইচডি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।