ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ৩অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ৩অস্ত্র ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

 

এর আগে ভোরে পুলিশের একটি আভিযানিক দল কুমিল্লা- সিলেট মহাসড়কের  সদর উপজজেলার উজাজনিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (৩৪) একই গ্রামের কবির হোসনের ছেলে মো. মোহন মিয়া (৩৫) ও জেলার কসবার উপজেলা মেরা পুকুর পাড় গ্রামের আবু জাহেরের ছেলে মো. সাজ্জাত হোসেন (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজ্জামেল হোসেন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল সদর উপজজেলার উজাজনিসার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে। এসময় মোটরসাইকেলের তিন আরোহীর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়ায় তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।