ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ী নিহত

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে সাগার হালদার (৩৫) নামে এক মৎস্য ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সোমবার বিকালে যশোর-আমতলা রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মাঝাইল গ্রামের গুরুপদ হালদারের ছেলে তিনি। ওয়াবদা বাজার এলাকার মা মৎস আড়ৎ নামে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।

নিহতের ভাইয়ের ছেলে সৌরভ বিশ্বাস বলেন, বিকালে মোটরসাইকেল করে যশোর ক্যান্টমেন্ট কলেজে ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাগর। পথে যশোর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে এ রিপোর্ট লেখার সময় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হতে পারেননি শ্রীপুর থানার ওসি জাব্বারুল ইসলাম।  

তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ীর মৃত্যুর কোনো সংবাদ পাইনি। খবর পেলে উদ্ধারাভিযানসহ সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।