ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিঠামইনে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে লাখো মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মিঠামইনে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে লাখো মানুষের ঢল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে লাখো মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হেলিপ্যাড মাঠে জনসভা শুরু হওয়ার কথা আছে।

এর আগে এদিন সকাল ১১টার দিকে মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সেনানিবাস উদ্বোধন করেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জেলার হাওরের মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, তাড়াইল, নিকলী ও বাজিতপুর উপজেলার আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী স্লোগান সহকারে জনসভাস্থলের দিকে যাচ্ছেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা যাচ্ছেন জনসভায়।

দুই যুগ পর মিঠামইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভায় যোগ দিতে মানুষ স্রোতের মতো যাচ্ছেন। ট্রলার, নৌকায় করে নদী পথে ও হাওরের অলওয়েদার সড়ক পথে যাচ্ছেন তারা। ইতোমধ্যে মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠ লোকে ভরপুর হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।