ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে, চলছে ডাম্পিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে, চলছে ডাম্পিং

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ১টায় এ আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও কাজ চলছে ডাম্পিংয়ের।

জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত হতাহত নেই। আগুনের পর পরই দ্রুত শ্রমিকরা বেরিয়ে যেতে সক্ষম হয়।   

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন ডাম্পিং চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।