ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামী বাঁচলেও বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
স্বামী বাঁচলেও বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর

সাভার (ঢাকা): সাভারে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় স্বামী বেঁচে গেলেও হাসনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা বেগম সাভার পৌরসভার কাতলাপুর পালপাড়া এলাকার হায়দার আলীর স্ত্রী।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনের একটি বাসযোগে হাসনা বেগম ও তার স্থামী হায়দার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) সাভারের গেন্ডা এসে নামেন। পরে রাস্তা পারাপারের সময় আরেকটি অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই হাসনা বেগম নিহত হন। তবে তার স্বামী সুস্থ আছেন। এ ঘটনা বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।  

পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।