ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধ্যরাত থেকে ৫ নদীতে মাছ ধরা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
মধ্যরাত থেকে ৫ নদীতে মাছ ধরা বন্ধ

বরিশাল: ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণে আগামী দুমাস বরিশালের তিন উপজেলার ৫ নদীতে শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেলার সদর উপজেলা, মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার কালাবদর, মাছকাটা, গজারিয়া, মেঘনা ও নয়া ভাঙনি নদীর ৮২ কিলোমিটার অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ থাকবে।

অভিযান সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময় অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য বিভাগকে  চিঠি দেওয়া হয়েছে। জেলেদের সচেতন করতে ইউনিয়নগুলোয় উঠান বৈঠক করা হয়েছে। এছাড়া জেলা টাস্কফোর্স মাছ শিকার বন্ধ রাখতে অভিযান চালাবে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, অভয়াশ্রমে আইন অমান্য করে মাছ শিকার করলে কমপক্ষে ১ বছর, সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অভিযান চলাকালীন নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডে ৪০ কেজি করে চাল মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।