ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মামার ট্রাক্টর কেড়ে নিলো ভাগ্নের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, মার্চ ১, ২০২৩
মামার ট্রাক্টর কেড়ে নিলো ভাগ্নের প্রাণ

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মামা ফিরোজ মিয়ার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ভাগ্নে রফিক মিয়া (৬) নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর (কুটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রফিক ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। চালক ফিরোজ একই গ্রামের রছিম উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।  

স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে ভাগ্নে রফিককে সঙ্গে নিয়ে ফিরোজ ট্রাক্টর চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় রফিক চলন্ত ট্রাক্টর থেকে ছিঁটকে পড়ে চাকায় পিষ্ট হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।  

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ কাওছার মণ্ডল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ