ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ট্রাকে গাছ উঠাতে গিয়ে ২ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
গৌরনদীতে ট্রাকে গাছ উঠাতে গিয়ে ২ শ্রমিক নিহত

বরিশাল: বরিশালে ট্র্রাকে কাটা গাছ উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির (লাট) আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে

সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন বলেন, গাছ কাটার ৮/৯ জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছ লাট বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন।

এসময় আকস্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন।  

অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত আটটার দিকে গুরুত্বর আহত শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন।  

নিহতরা হলেন,  হারুন পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।

এছাড়া গুরুত্বর আহত আরও দুইজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।