ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় অস্ত্রসহ পৌর মেয়রের ছেলে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
পাবনায় অস্ত্রসহ পৌর মেয়রের ছেলে আটক 

পাবনা: বাবার লাইসেন্স করা অস্ত্র অবৈধভাবে প্রদর্শন করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়রের ছেলে কামরুল হাসান সজয়কে (২৭) আটক করেছে পুলিশ। এ সময় লাইসেন্স করা পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌরসভার মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়ার বাসিন্দা। তার বাবা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।  

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্স করা পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছেন মেয়রপুত্র কামরুল হাসান সজয়। এসময় সেখানে দায়িত্বরত ফরিদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শোনার পর থানায় আসছি। এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।