মেহেরপুর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত সরকারকে গার্ড অব অনার দেওয়া প্লাটুন কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর স্ত্রী আকলিমা খাতুনের চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে মেহেরপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট সাহাদাত হোসেন আড়াই লাখ টাকার চেকটির ডিডি (ডিমান্ড ড্রাফট) আকলিমা খাতুনের হাতে তুলে দেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারকে “গার্ড অব অনার” দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার ইয়াদ আলী। তার স্ত্রী আকলিমা খাতুন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি) সদর দফতরে অর্থ সাহার্য চেয়ে আবেদন করা হয়। তার আবেদনে সাড়া দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশে আড়াই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এসআই