ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ক্যানোলা খুলতে গিয়ে আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ক্যানোলা খুলতে গিয়ে আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

পাবনা: ভৌতিক গর্ভপাতে নবজাতক উধাও ঘটনার পর পাবনায় এবার ক্যানোলা খুলতে গিয়ে শিশুর আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে।

সম্প্রতি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের এক শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতালের আয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবারের স্বজনরা।

ঠাণ্ডাজনিত রোগের কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন বাবা চন্দন পাল। ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকেলেই তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানোলা খুলতে আসেন একজন আয়া। তখনই বাধে বিপত্তি। ক্যানেলা কাটতে গিয়ে শিশুটির হাতের একটি আঙুলই কেটে ফেলেন ওই আয়া। শিশুটির চিৎকারে ছুটে আসে অন্য রোগীরা। তখন সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত আয়া।

এমন ঘটনা যেন আর কারো ক্ষেত্রে না ঘটে এমন দাবি জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীর স্বজনরা।

এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর চিকিৎসক জানালেন বাচ্চা নেই, ভৌতিক গর্ভপাত!

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।