ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (০৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মাহাবুবুর রহমান আসামি নীরবকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে শনিবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে সাইফুল আলম নীরবকে আটক করে পুলিশ। পরদিন এফডিসির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। সেই মামলায় নীরবের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
কেআই/এমজেএফ