ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব

ঢাকা: সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। ঘুষ নিয়ে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে ভিসা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ মার্চ) সৌদি আরবের দৈনিক আল মারসদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের সৌদি দূতাবাসের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকার সমান।

গ্রেফতাররা হলেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।

নাজাহা কর্তৃপক্ষ সৌদি দূতাবাসের সাবেক এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ঘুষ নেওয়ার তথ্য স্বীকার করেছেন। তারা ঘুষ থেকে প্রাপ্ত অর্থ সৌদি আরব ও সৌদি আরবের বাইরে বিনিয়োগ করেছেন।

রোববার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মানব পাচার ও ঘুষ নিয়ে ভিসা দেওয়ার জন্য দেশটিতে ৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।