ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে সোহেল রানা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে (০৬ মার্চ) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের মৃত্যু নজরুল ইসলামের ছেলে। তিনি ইন্টারনেটের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্নেটারনেট লাইনে কাজ করার সময় সিহাব পড়ে যান। পরে স্থানীয়রা সিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. নাজনীন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুকোমল বাংলানিউজকে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।