ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড আটকরা

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়ে নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, দালাল চক্রের সদস্যরা সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে রোগী এবং তাদের স্বজনদের দ্রুত সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বিরক্ত করত। কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় তারা।

এর পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের নয় জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।