ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আহতদের ধরনে মনে হচ্ছে বড় দুর্ঘটনা: ঢামেক পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
আহতদের ধরনে মনে হচ্ছে বড় দুর্ঘটনা: ঢামেক পরিচালক

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

ঢামেক পরিচালক বলেন, আমরা ডাক্তাদের এনেছি,  নার্সদের এনেছি এবং যত জিনিসপত্র লাগে সবই সংগ্রহ করেছি। আহতরা আসছেন, আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। সর্বমোট কতজন আহত বা নিহত হয়েছেন তা হিসেব করতে (টোটাল কাউন্ট) আমাদের সময় লাগবে। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি।

তিনি বলেন, আমাদের কাছে তিনজন মৃত অবস্থায়, একজন আইসিইতে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। চারজন আমাদের কাছে মৃত অবস্থায় এসেছে। দুইজন চিকিৎসারত অবস্থায় আমাদের এখানে মারা গেছে। ৬ জনের কথা আমরা বলতে পারছি। অলরেডি আমরা ১০০ জনকে চিকিৎসা দিয়েছি। যারা প্রথমদিকে আসছে তাদের অনেকেই শরীরের বেশির ভাগ অংশ জখম অবস্থায় এসেছে। তাদের মাথা, শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর  রক্তক্ষরণ হয়েছে। বোঝা যাচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা।

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুয়ায়ী মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে উন্নীত হয়েছে। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।