ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে আহ্বান

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন ১১ জন। হতাহত বহু মানুষ ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে)।

এ অবস্থায় চিকিৎসকরা স্বেচ্ছায় রক্তদাতাদের হাসপাতালে আসতে আহ্বান জানিয়েছেন।

সরেজমিনে থাকা বাংলানিউজ প্রতিবেদক জানিয়েছেন, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০ জন হতাহত ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা রক্ত চাইছেন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ স্বেচ্ছায় যারা রক্ত দেন, তাদের হাসপাতালে যেতে আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের ঢামেকে আনার পর আহতদের আহাজারি ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে ঢামেকের জরুরি বিভাগের সামনে। ঢামেক কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে, ঘটনাস্থলে থাকা বাংলানিউজ প্রতিবেদনে জানিয়েছেন ঘটনার পর থেকে আহতদের হালকা যান, পিক আপ, ট্রাক ও অ্যাম্বুলেন্স দিয়ে ঢামেকে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিকেলে অনেকটা কর্মব্যস্ত সময় সিদ্দিক বাজার এলাকায় ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। ভবনের দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়ে। এতে পথচারী-বাস যাত্রীরাও আহত হন। ভবনের কাঁচ ভেঙেও আহত হয়েছেন অনেকে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেটির নিচতলায় স্যানিটারি দোকান রয়েছে। বাকি ফ্লোরগুলোয় রয়েছে ব্র্যাক ব্যাংকের অফিস। বিস্ফোরণের ঘটনায় পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছে, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকা থেকে এখনও আহতরা আসছেন। হাসপাতালের পরিচালক সবার চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।